images

আইন-আদালত

রাঘব বোয়ালদের নয়, চুনোপুঁটিদের নিয়ে ব্যস্ত দুদক: হাইকোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২২, ০১:২৭ পিএম

রাঘব বোয়ালদের না ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছোটখাটো চুনোপুঁটিদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

রোববার (২৭ নভেম্বর) দুর্নীতি বিষয় সংক্রান্ত একটি মামলার শুনানির সময় আইনজীবী খুরশীদ আলম খানকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

শাহজালাল ইসলামী ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির মামলায় ব্যাংকটির সাবেক কর্মকর্তা এ এস এম হাসানুল কবিরের জামিন বাতিল চেয়ে আবেদনের শুনানির সময় আদালত এমন মন্তব্য করেন।

২০১৩ সালে মামলাটি হলেও এতোদিন সেটির তদন্ত শেষ না হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন। আদালত বলেন, বড়গুলো নিয়ে কী করছেন? এরা বড় তাই মামলা করছেন না।

হাইকোর্ট বলেন, ২০১৩ সালে এজাহার হয়েছে। ঘটনা তারও আগে। অথচ আপনারা এটি নিয়ে এগোচ্ছেন না? কেন। ১১০ কোটি টাকার মামলা।

দুদকের আইনজীবীকে হাইকোর্ট আরও বলেন, ‘ঋণ খেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নয়। তাহলে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে খেলাপি হচ্ছে, আপনারা ধরছেন না কেন? যারা বড় বড় ঋণখেলাপি তারা কি বিচারের ঊর্ধ্বে থাকবে? যারা অর্থশালী তারা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে? দুদক রাঘব বোয়ালদের নয়, শুধু চুনোপুঁটিদের ধরতে ব্যস্ত।’

এ সময় আদালতে অন্য একটি মামলার বিষয়ে শুনানি করতে আসেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তখন আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, অ্যাটর্নি জেনারেল সাহেব ১১০ কোটি টাকা দুর্নীতির মামলা। ৯ বছর চলে গেল এরা কি ধরাছোঁয়ার বাইরে থাকবে।

পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন, মাইলর্ড সবগুলো দুর্নীতি নিয়ে কাজ করা উচিত।

এআইএম/এমআর