images

আইন-আদালত

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মাসুদা ভাট্টির মানহানির মামলা স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ নভেম্বর ২০২২, ০৮:১০ এএম

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে সাংবাদিক মাসুদা ভাট্টির করা মানহানির মামলা স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী তিন মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার বিচার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে এমামলার বিচারিক কার্যক্রম স্থগিত করতে আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর আগে, গত ২৩ অক্টোবর আদালতে ব্যারিস্টার মইনুল নিজেই তার আবেদনের পক্ষে শুনানি করেন।

২০১৮ সালের ২১ অক্টোবর ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাটি করেন সাংবাদিক মাসুদা ভাট্টি। মামলায় ২০১৮ সালের ১৬ অক্টোবর একটি টেলিভিশনের টকশোতে তাকে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেন অশালীন মন্তব্য করেছেন এমন অভিযোগ আনা হয়েছে।

মাসুদা ভাট্টিকে নিয়ে মইনুল হোসেনের করা সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। এ ঘটনায় মইনুল হোসেনের বিরুদ্ধে সারাদেশে অন্তত ২২টি মামলা হয়। পরে তিনি সব মামলায় জামিন পান।

মাসুদা ভাট্টির করা মানহানির মামলাটি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

এআইএম/এএস