images

আইন-আদালত

হাইকোর্টে অবকাশকালীন একটি বেঞ্চ সংশোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ অক্টোবর ২০২২, ১১:১১ এএম

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটিতে একটি ডিভিশন বেঞ্চ আংশিক সংশোধন করা হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চটির এখতিয়ার সংশোধন করা হয়েছে।

৩ অক্টোবর থেকে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত এ বেঞ্চের কার্যক্রম চলবে। পূর্বে এ বেঞ্চের জন্য নির্ধারণ করা হয়েছিল শুধুমাত্র ডেথ রেফারেন্স মামলার শুনানির জন্য। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ডেথ রেফারেন্সের পাশাপাশি ভ্যাট ট্যাক্স কাস্টমসসহ অন্যান্য আবেদন শুনতে নির্দেশ দিয়েছেন।

রোববার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। এতে প্রধান বিচারপতি সই সাক্ষর করে সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিদের কাছে পাঠিয়েছেন।

আগামী ১৬ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ অবকাশকালীন ছুটি থাকবে। অবকাশকালীন সময়ে জরুরি বিষয় নিষ্পত্তি করতে কয়েকটি বেঞ্চ গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এআইএম/এমআর