images

আইন-আদালত

প্রধানমন্ত্রীর জন্মদিন অনুষ্ঠানে ছুরিসহ গ্রেফতার রাজিব রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:১১ পিএম

সুপ্রিমকোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠান থেকে কাফনের কাপড় ও ধারালো ছুরিসহ গ্রেফতার শহিদুজ্জামান ওরফে রাজিবের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের এ রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন আসামি শহিদুজ্জামানকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলা সূত্রে জানা গেছে, সুপ্রিমকোর্টে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধু কন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতও করা হয়। সভায় মৎস্য ও পরিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

এ আলোচনা সভা থেকে কাফনের কাপড় ও ধারালো ছুরিসহ শহিদুজ্জামানকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।

টিএ/একেবি