images

আইন-আদালত

অতিরিক্ত বিচারপতি নিয়োগ হচ্ছে সুপ্রিম কোর্টে

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ জুলাই ২০২২, ০১:০৬ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ পেতে যাচ্ছেন। আজ রোববার বা আগামীকাল সোমবারের মধ্যেই এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

এর আগে গত ২৮ জুলাই আইনমন্ত্রী আনিসুল হকও এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন। তিনি বলেছিলেন সব ঠিক থাকলে রোববার নিয়োগ হবে বিচারপতি।

নিয়ম অনুযায়ী, সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এরপর আইন মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে তা প্রকাশ করা হবে। পরবর্তীতে প্রধান বিচারপতি নবনিযুক্ত বিচারপতিদের শপথ পড়াবেন।

ওই শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতিদের নিয়োগ কার্যকর হয়।

এআইএম/এএস