images

আইন-আদালত

সাবেক কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের সাবেক সহকারী কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) ভূইয়া মফিজুর রহমান ও তার স্ত্রী দিলশাদ জাহান লুসির নামে রাজধানীর দক্ষিণখানে থাকা দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আবেদনে বলা হয়, দিলশাদ জাহান লুসি ও ভূইয়া মফিজুর রহমান কর্তৃক ৯২ লাখ ১০ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে, আসামিরা সম্পদ ও বাড়িগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন, যা করতে পারলে অত্র মামলা আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। 

তাই, অত্র তদন্ত সম্পন্ন করে আদালতে মামলা দায়ের ও চার্জশিট দাখিলের পর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে তথা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে ফ্ল্যাট দুটি জব্দ করা একান্ত প্রয়োজন।

এএইচ