images

আইন-আদালত

গণশিক্ষা প্রকল্পের সুপারভাইজারের ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলামের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। 

রোববার (১৮ জানুয়ারি) রাশেদুলের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়েছে, রাশেদুল ইসলাম প্রকল্পের পিএ হিসেবে কর্মরত থাকাকালে প্রকল্পের ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে সরিয়ে নিয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অনুসন্ধান চলছে।

দুদক জানায়, অনুসন্ধান চলাকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি নিজের ব্যাংক হিসাবে সরিয়ে নেওয়া সরকারি টাকা অন্যত্র সরিয়ে ফেলার বা বেহাত করার চেষ্টা করছেন। এসব অর্থ পাচার বা সরিয়ে ফেলা হলে পরবর্তীতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। 

তাই জনস্বার্থে এবং তদন্তের প্রয়োজনে রাশেদুলের ছয়টি ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

এএইচ