নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ৪৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২ জানুয়ারি) পুলিশ আসামিদের আদালতে হাজির করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা সরকার আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আরও পড়ুন: বিটিআরসি ভবনে হামলায় ২৬ জন আটক
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা ক্ষতিসাধনের কথা স্বীকার করেছেন। তাদের সঠিক নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদাতাদের শনাক্তে তদন্ত চলছে। পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হতে পারে। জামিনে মুক্তি পেলে আসামিরা পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।
শুনানিকালে আসামিপক্ষ জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দেশে মোবাইল ফোন ব্যবসায়ীদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে আগে থেকেই আন্দোলন চলছিল। বিটিআরসির চেয়ারম্যান আন্দোলনকারীদের সঙ্গে একাধিক বৈঠক করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে গত ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
এজাহারে আরও বলা হয়, এনইআইআর চালুর প্রতিবাদে গত ১ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে গ্রেফতার ৪৫ জনসহ পলাতক ৯ জন এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন বিক্ষোভকারী ভবনের দেয়াল ও ভেতরে ভাঙচুর চালান। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
এমআই