images

আইন-আদালত

ঢামেকে যুদ্ধাপরাধী কয়েদি আবু তাহেরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয় যুদ্ধাপরাধী কয়েদি ওবায়দুল হক আবু তাহেরকে (৭০)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০২ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধাপরাধী এক কয়েদির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে কারারক্ষী ইসরাফিল বলেন, গত ৩১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন যুদ্ধাপরাধ মামলার কয়েদি ওবায়দুল হক। আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি। তাঁর কয়েদি নং ৮৩৫৩/এ। তাঁর বাবার নাম মৃত মঞ্জুরুল হক।

একেএস/এআর