images

আইন-আদালত

ডেসটিনি চেয়ারম্যানের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ জুন ২০২২, ১২:৫৭ পিএম

ডেসটিনির গ্রাহকদের অর্থ আত্মসাতের মামলায় নিম্ন আদালতে ৪ বছরের সাজাপ্রাপ্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হারুন-অর-রশিদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে হারুনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু ও আইনজীবী মাইনুল ইসলাম। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

এর আগে, গত ৯ জুন হারুন-অর-রশিদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন একই আদালত।

গত ১২ মে গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের দায়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু একই মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুন-অর-রশিদকে চার বছরের কারাদণ্ড দেন আদালত। ‘স্বাধীনতা যুদ্ধে অবদানের’ কথা বিবেচনায় নিয়ে আদালত তার সাজা কমিয়ে দেন বলে রায়ে উল্লেখ করা হয়।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায়ে ৪৫ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২ হাজার ৩০০ কোটি টাকা জরিমানা করেছেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন হারুনুর রশিদ। 

এআইএম/এএস