images

আইন-আদালত

ডাকসু নির্বাচন: জুলিয়াস সিজারের রিট শুনতে হাইকোর্টের অপারগতা

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ফেরত চেয়ে জুলিয়াস সিজারের রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ডাকসুর নির্বাচন সংক্রান্ত জুলিয়াস সিজারের রিট আদালতের কার্যতালিকা থেকে বাদ। আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুন: ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে আরেক রিট

এর আগে গত ৩১ আগস্ট ডাকসু নির্বাচনে ভিপি পদে নিজের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন মো. জুলিয়াস সিজার তালুকদার।

একইসঙ্গে রিট আবেদনে চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়। ডাকসু নির্বাচনের পাশাপাশি ডাকসু হল সংসদ নির্বাচনও স্থগিতের নির্দেশনা চাওয়া হয় রিটে।

তার পক্ষে আইনজীবী ছিলেন রাশিদা চৌধুরী নীলু।

এআর