images

আইন-আদালত

ট্রাইব্যুনাল পরিদর্শনে আইন ও শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দুই উপদেষ্টা হাইকোর্ট এলাকায় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন।

এ সময় তাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।

আরও পড়ুন

ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে মামলা নিষ্পত্তির প্রত্যাশা

আওয়ামী লীগ সরকার একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে জুলাই গণহত্যার বিচারকাজ চলছে।

জেবি