images

আইন-আদালত

কাফরুলে নারী খুন, সাবেক স্বামী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ আগস্ট ২০২৫, ০৯:২২ পিএম

সাবেক স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় মো. শফিকুল ইসলাম কাজী (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের বন্দর নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাফরুল থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল সুমি আক্তার (২১) ও মো. শফিকুল ইসলাম কাজী বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের পাঁচ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে ২০২৫ সালের ৩০ জুন সুমি আক্তার স্বামীকে তালাক দেন। তালাকের পরও দুজন পাশাপাশি বাসায় বসবাস করতেন এবং তালাক নিয়ে বিরোধ অব্যাহত ছিল।

তাদের একমাত্র সন্তান বাবার কাছেই থাকত এবং সুমি আক্তার মাঝে মাঝে খাবার নিয়ে গিয়ে ছেলেকে খাইয়ে দিতেন।

গত ২১ জুলাই সন্ধ্যায় কাফরুলের বাইশটেকি, ইমামনগর এলাকায় সুমি আক্তার যথারীতি ছেলের জন্য খাবার নিয়ে সাবেক স্বামীর বাসায় যান এবং একসঙ্গে রাতের খাবার খান। রাত তিনটার দিকে শফিকুল রুমে তালা দিয়ে ছেলেকে নিয়ে বাসা থেকে বের হতে চাইলে ছেলে কান্নাকাটি শুরু করে। এ সময় প্রতিবেশী সামিয়া আক্তার ও তার স্বামী রাসেল বিষয়টি খেয়াল করেন। তখন শফিকুল তার ছেলেকে রেখে চাবি নিয়ে পালিয়ে যান।

প্রতিবেশীরা বাসার মালিক মো. হায়দার আলীকে ডেকে আনেন। কিন্তু শফিকুলের কোনো খোঁজ মেলেনি।

পরদিন সকালে উপস্থিত লোকজনের সামনে বাসার মালিক তালা ভেঙে শফিকুলের ঘরে প্রবেশ করেন। তখন দেখা যায়, লাল-সাদা একটি প্লাস্টিকের বস্তায় ঢাকা অবস্থায় সুমি আক্তারের লাশ খাটের নিচে পড়ে আছে এবং তার গলায় ওড়না পেঁচানো রয়েছে।

তাৎক্ষণিকভাবে কাফরুল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাফরুল থানায় গ্রেফতার শফিকুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এমআইকে/এআর