images

আইন-আদালত

হত্যাচেষ্টা মামলায় কারাগারে তাঁতীলীগ নেতা সাইদুল

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট ২০২৫, ০৮:০৩ পিএম

রাজধানীর আদাবর থানায় হওয়া হত্যাচেষ্টা মামলায় তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ওরফে সাইদুলকে (৩২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহান ইশতিয়াক এই আদেশ দেন।

এদিন সাইদুলকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত তা মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেফতার করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারি আসামিরা আদাবর থানাধীন মেহেদীবাগ শামীমের মুদি দোকানের সামনে এসে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোঁড়ে এবং ভিকটিম আলমগীর (২১), আরিফসহ (১৯) আরও কয়েকজনকে ধারালো চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। 

এ ঘটনায় আদাবর থানায় গত ৪ জানুয়ারি একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। সে মামলায় এজহারনামীয় দুই নাম্বার আসামি সাইদুল।

এএইচ