images

আইন-আদালত

কদমতলীতে মা-মেয়েকে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড 

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই ২০২৫, ০৪:০৭ পিএম

রাজধানীর কদমতলী থানা এলাকায় মোসাম্মৎ ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগে হওয়া মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এই রায় দেন। পাশাপাশি দুই আসামির প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- মো. আল আমিন ও মো. মিরাজ মোল্লা। রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে ভিকটিমের স্বামীর আগের স্ত্রী অন্যান্য আসামির সহযোগিতায় ২০১০ সালের ৮ মে গলায় ফাঁস দিয়ে এবং হাত পা বেঁধে ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে হত্যা করেন। 

ওই ঘটনায় রাজধানীর কদমতলী থানায় নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০১০ সালের ৩১ আগস্ট দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ। 

২০২২ সালের ৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ১৫ জন সাক্ষী এই মামলায় আদালতে সাক্ষ্য দেন।

এএইচ