images

আইন-আদালত

জেসমিন ইসলামের জামিন প্রশ্নে রুলের রায় ৩০ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ জুন ২০২২, ০৩:৫৫ পিএম

জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন হবে কি না এ বিষয়ে আগামী ৩০ জুন রায় ঘোষণা করা হবে।

বুধবার (২২ জুন) এ বিষয়ে শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

আদালত থেকে বেরিয়ে আইনজীবী খুরশিদ আলম খান ঢাকা মেইলকে বলেন, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় হাইকোর্ট ২০১৯ সালের ১০ মার্চ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। 

এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছরের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। এরপর তিনি আত্মসমর্পণ করেন। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত রুল জারি করেন। বুধবার ওই রুলের ওপর শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন রাখেন।

এআইএম/এমআর