images

আইন-আদালত

অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম

জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুল আউয়াল জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত  আবুল বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনজীবীরা জানিয়েছেন, পরবর্তী সময়ে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে  জানান ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গত ২০ ফেব্রুয়ারি ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাদের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এমএইচটি