images

আইন-আদালত

বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর প্রস্তাবে প্রতিবাদ এনএলসির

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ জুলাই ২০২৫, ০৩:২৯ পিএম

বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

মঙ্গলবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনএলসির চেয়ারম্যান বলেন, ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ করেছে যে, সম্প্রতি ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগ স্থানান্তরের একটি প্রস্তাব প্রশাসনিকভাবে বিবেচনায় আনা হয়েছে। আমরা মনে করি, এই উদ্যোগ বাংলাদেশের বিচারব্যবস্থার ঐতিহ্য, সাংবিধানিক কাঠামো এবং আইনজীবী সমাজের বাস্তবতা ও সুবিধার পরিপন্থী।

ঢাকা দেশের বিচার ব্যবস্থার কেন্দ্র। এখানে সুপ্রিম কোর্টের প্রধান কার্যালয়সহ দেশের সর্বোচ্চ আদালত এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত। দেশের সর্বত্র থেকে আগত বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারপতি ও সংশ্লিষ্ট দফতরসমূহ এই কেন্দ্রীভূত কাঠামোর সঙ্গে সংযুক্ত। একে ঢাকার বাইরে স্থানান্তরের প্রস্তাব বাস্তবতা বিবর্জিত, অযৌক্তিক এবং স্পষ্টভাবে একটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক তৎপরতার অংশ।

অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, হাইকোর্ট বিভাগ ঢাকার বাইরে সরানো হলে তা বিচারপ্রার্থীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করবে। এতে আইনজীবী সমাজের পেশাগত, আর্থিক ও পারিবারিক ভারসাম্যে বিশৃঙ্খলা ঘটবে। এটি দেশের বিচারব্যবস্থাকে কেন্দ্রীভূত শক্তি থেকে বিচ্ছিন্ন করার চক্রান্তের অংশ।

এআইএম/এফএ