images

আইন-আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই ২০২৫, ০৭:৪৮ পিএম

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভগ্নিপতি ও কুমিল্লার বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান লতিফ ভূইয়া কামালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারীকে হত্যার অভিযোগে আনা মামলার শুনানিতে এ আদেশ দেন।

এদিন আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম। 

অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে লতিফ ভূইয়া কামালকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) গভীর রাতে বাড্ডা থানাধীন আফতাব নগর ভূইয়া বাড়ির মোড়ের একটি বাসা থেকে লতিফ ভূইয়া কামালকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ৫০০-৭০০ জন কোটা সংস্কার আন্দোলনকারী উত্তর বাড্ডা থানা এলাকায় আন্দোলন করা অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্র-জনতার উপর আক্রমণ করে। 

ঘটনার দিন শুক্রবার জুমার নামাজের পর ভিকটিম পারভেজ বেপারী (২৩) বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে ঘটনাস্থল এলাকায় মিছিল নিয়ে বের হলে আসামিরা দলবদ্ধভাবে তাকে এলোপাথারি প্রহার করে এবং গুলি বর্ষণ করে। এতে ভিকটিম পারভেজ বেপারী মারাত্মকভাবে রক্তাক্ত জখম প্রাপ্ত হলে আন্দোলনকারী ছাত্র-জনতা ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত পারভেজের বাবা সবুজ বাদী হয়ে চলতি বছরের ২৬ মে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় লতিফ ভূইয়া কামাল এজহারনামীয় আসামি। মামলার মোট আসামি শেখ হাসিনাসহ ৩১২ জন।

এএইচ