images

আইন-আদালত

৪০ চৌকি আদালতে কম্পিউটার দিলেন সুপ্রিম কোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ জুলাই ২০২৫, ১০:২৩ পিএম

বিচার বিভাগকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে দেশের ৪০টি চৌকি আদালতে মোট ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 

বুধবার (২ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় এই কম্পিউটারগুলো সারা দেশের চৌকি আদালতগুলোতে সরবরাহ করা হয়।

এদিন বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার মো. শফিকুল ইসলাম। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দ্রুত বিচারসেবা নিশ্চিত করতে এবং দুর্গম অঞ্চলের চৌকি আদালতগুলোর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে দেশের ২৩টি জেলায় মোট ৪০টি চৌকি আদালতে দেওয়ানী ও ফৌজদারি বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব আদালতে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

সুপ্রিম কোর্ট থেকে দেওয়া এই কম্পিউটারগুলো আদালতগুলোর প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমে প্রযুক্তিগত গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

২০২৪ সালের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও গতিশীলতার জন্য ধারাবাহিক পদক্ষেপ নিয়ে চলেছেন ড. সৈয়দ রেফাত আহমেদ। 

তার দিকনির্দেশনায় সুপ্রিম কোর্ট ইতোমধ্যে জেলা আদালতগুলোতে মোট ৪০০টি ডেস্কটপ কম্পিউটার এবং ১২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ল্যাপটপ সরবরাহ করেছে।

এই উদ্যোগ বিচার বিভাগে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও বাড়াবে এবং সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছ বিচারসেবা প্রাপ্তিতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এআইএম/এএইচ