images

আইন-আদালত

বাদ পড়ার পর টিটু বললেন- ‘ওকালতি জীবনে কোনো দাগ নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ জুন ২০২৫, ০২:৫১ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় আইনজীবী) হিসেবে নিয়োগ পাওয়া আমিনুল গনি টিটুকে প্রত্যাহার করা হয়েছে। এই প্রত্যাহারে তিনি অসম্মানিত বোধ করেছেন জানিয়ে বলেছেন, তার ওকালতি জীবনে কোনো দাগ নেই।

বুধবার (২৬ জুন) শেখ হাসিনার আইনজীবী হিসেবে প্রত্যাহারের পর সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান আমিনুল হক টিটু।

এই আইনজীবী বলেন, আমার ওকালতি জীবনে বিগত ৩৬ বছর স্টেট ডিফেন্স হিসেবে কাজ করিনি। এই অভিজ্ঞতা আমার নেই। আমাকে কোর্ট এই আদেশ দিয়ে সম্মানিত করেছেন। 

টিটু বলেন, বিগত ৫ আগস্টের আগে ২০১৩ সাল থেকেই আমি সরকারের বিভিন্ন অসঙ্গতির বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি। এবং অনেক কবিতাও লিখেছি, আমি একজন কবিও। যেহেতু এটা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা আর আমাকে অ্যাকচুয়ালি এ মামলার একটা পার্টি শুনানির জন্য নিয়োগ দেওয়া হয়েছিল, এটা মূল মামলা নয়।

আরও পড়ুন

‘পলাতক’ হাসিনার পক্ষে লড়তে নিয়োগ পেলেন আইনজীবী

এই আইনজীবী বলেন, আজকে আমি শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে শুনানি করতে নারাজ এবং আমি আমার নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। কমফ্লিকট অফ ইন্টারেস্ট। বিগত ৫ আগস্টের আগে আমি সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনামূলক পোস্ট দিয়েছি। সেদিক বিবেচনা করলে আমাকে তো প্রত্যাহার করে নিতে হয়।’

টিটু বলেন, ‘প্রতিটি মামলায় আমাদের কাছে ভিন্ন ধরনের আবেগ থাকে। সেটা মামলার প্রশ্নে। আজকে শুনানি হলেই হয়ত বোঝা যেত আইনজীবী হিসেবে আমি মক্কেলের পক্ষে কতটা সাপোর্ট দিই। আমি আজকে কিছুটা অসম্মানিত বোধ করলাম। আমার দীর্ঘ ৩৬ বছর ওকালতির জীবনে কোনো দাগ নেই।’

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমির হোসেন। এরইমধ্যে মামলার নথিপত্র বুঝে নিয়েছেন তিনি। আমির হোসেন ২০০৯ থেকে ৫ আগস্টের আগ পর্যন্ত স্পেশাল জজ আদালত-৮ এর বিশেষ প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন প্রসিকিউশন।

এআইএম/জেবি