images

আইন-আদালত

নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ জুন ২০২৫, ১০:০৬ এএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের নেতা মো. হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন।

সেদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নজরুল ইসলাম হানিফকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন।

এর আগে, সোমবার (২৩ জুন) রাতে যৌথবাহিনীর একটি দল মো. হানিফকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে তার নিজ বাসা থেকে বের করে একদল লোক জুতার মালা পরায় এবং পুলিশে সোপর্দ করে।

এর আগে, তাকে জুতা দিয়ে আঘাত করা হয় এবং তার দিকে ডিম ছোড়া হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ জুন) উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সজীব হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এআইএম/এইউ