জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ জুন ২০২৫, ০৭:০০ পিএম
বিচার বিভাগে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি দূর করতে এবং এসব অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, এই সরকারের সময় রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে বিচার করা হচ্ছে না। বিগত দশমাসে একটি গুমের ঘটনাও ঘটেনি। ক্রসফায়ার হয়নি। মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। কিন্তু এগুলো বিগত সরকারের সময়ে অহরহ হয়েছে।
মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি সারাদেশে ঘুরে ঘুরে সব কিছুই দেখেছেন। আপনি একটা সভ্য সমাজ গড়তে চাচ্ছেন। আপনার এসব চাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছি।
তিনি আরও বলেন, জুলাই আগস্টের শহীদ মুগ্ধসহ হাজারো শহীদের ময়নাতদন্ত করা হয়নি। এগুলো ভেবে দেখবেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এআইএম/এফএ