images

আইন-আদালত

ব্যারিস্টার সায়েমের ‘ল টেম্পল’ উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ জুন ২০২৫, ০৩:৪৩ পিএম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েমের আইনি প্রতিষ্ঠান ‘ল টেম্পল’ (Law Temple)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) দুপুর আড়াইটায় রাজধানীর বিজয়নগরের জেবুন ইনডেক্স ট্রেড সেন্টারে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চেম্বারটি কার্যক্রম শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, খবরের কাগজ পত্রিকার ডেপুটি এডিটর এনাম আবেদীন এবং দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন।

উদ্বোধনী আয়োজন সম্পর্কে ব্যারিস্টার আবু সায়েম বলেন, মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে ল টেম্পল যাত্রা শুরু করছে। দেওয়ানি, ফৌজদারি ও কর্পোরেটসহ আইনের বিভিন্ন শাখায় আমরা সেবা প্রদান করব। শুধু পরামর্শ নয়— আইন, মানবাধিকার ও নাগরিক অধিকারের প্রশ্নে এই প্ল্যাটফর্ম হবে মানুষের কণ্ঠস্বর। দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ল টেম্পল সক্রিয় ভূমিকা রাখবে।

এআইএম/এফএ