images

আইন-আদালত

২২ জুন একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে: প্রধান বিচারপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ জুন ২০২৫, ০২:৫০ পিএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, পৃথক সচিবালয়ের বিষয়ে ২২ জুন একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। 

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে, সুপ্রিমকোর্টে এনেক্স ভবন পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় বিচার বিভাগের জন্য একটি টার্নিং পয়েন্ট। এবং সেটির বিষয়েই আমি সেদিন বিস্তারিত বলব। 
ওইদিন সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর বিল্ডিংয়ে কিছু কোর্ট আইনজীবী সমিতির আবেদনের প্রেক্ষিতে স্থানান্তর করা হবে। সেটি নিয়ে কাজ চলছে।

তিনি জানান, আগামী ২২ জুন প্রধান উপদেষ্টা সুপ্রিম করতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে। সেখানে এই পৃথক সচিবালয়ের ঘোষণা আসতে পারে। সে বিষয়ে সেদিন বিস্তারিত জানাবেন তিনি।

এআইএম/ ইএ