images

আইন-আদালত

বিচার বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ জুন ২০২৫, ০৩:০৮ পিএম

ঢাকা মহানগরে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার সামনে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ জুন) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় যেসব স্থান রয়েছে— প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্ট মাজার গেট, সুপ্রিম কোর্ট জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের-১ ও ২ প্রবেশদ্বার ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এলাকায়। 

ডিএমপি জানিয়েছে, এসব এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, শোভাযাত্রা কিংবা যেকোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ যেন দাবিদাওয়া আদায়ের নামে হঠাৎ সড়ক অবরোধ না করে, যাতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয়। জনদুর্ভোগ রোধে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে বলা হয়েছে।

এর আগে, গত ৮ জুন ডিএমপি সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং আশপাশের এলাকায়ও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল।

ডিএমপি বলছে, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।

এআইএম/এইউ