images

আইন-আদালত

মেজর সিনহা হত্যা মামলার আপিলের রায় আজ

নিজস্ব প্রতিবেদক

০২ জুন ২০২৫, ১০:২২ এএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের চূড়ান্ত রায় আজ সোমবার (৩ জুন) ঘোষণা করতে যাচ্ছে হাইকোর্ট। আলোচিত এই মামলার শুনানি শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেছিলেন গত বৃহস্পতিবার।

বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলার শুনানি গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও শামীমা দিপ্তি। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহাজাহান।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মামলা। এই ঘটনায় ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় যথাযথ ছিল। বিচারিক আদালতের দেওয়া রায় বহালের অনুরোধ করছি।’

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে শামলাপুর চেকপোস্টে পুলিশ গুলি করে হত্যা করে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে। তিনি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ভ্রমণবিষয়ক একটি প্রামাণ্যচিত্র নির্মাণে কাজ করছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এই মামলার রায় দেন।

সেই রায়ে সাবেক টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় পুলিশ ও পুলিশের সোর্স মিলে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল—সিনহা হত্যায় সরাসরি জড়িত থাকা এবং ঘটনার তথ্য গোপন করার চেষ্টা করা।

মামলার ১৫ আসামির মধ্যে বাকি সাতজন—চার পুলিশ সদস্য ও তিনজন এপিবিএন সদস্যকে খালাস দেন বিচারিক আদালত। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায় অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। পাশাপাশি সাজাপ্রাপ্ত কারাবন্দিরা আপিল করেন।

এই প্রেক্ষাপটেই হাইকোর্টে শুরু হয় শুনানি। চলতি বছরের ২১ এপ্রিল মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি। এরপর ২৩ এপ্রিল থেকে শুনানি শুরু হয়।

এইউ