images

আইন-আদালত

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ মে ২০২৫, ০২:০০ পিএম

বাংলাদেশ বার কাউন্সিলের জন্য নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। আইনজীবীদের এই নিয়ন্ত্রক সংস্থার নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে।

বুধবার (২৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২–এর অনুচ্ছেদ ৮ অনুযায়ী সরকার এই অ্যাডহক কমিটি গঠন করেছে।

কমিটির কার্যক্রম শুরু হবে আগামী ১ জুলাই থেকে এবং তা এক বছর মেয়াদে কার্যকর থাকবে।

এই অ্যাডহক কমিটিতে মোট ১৫ জন সদস্য রয়েছেন। তারা হলেন— জয়নুল আবেদীন, মো. রুহুল কুদ্দুস (কাজল, আবদুল্লাহ আল মামুন, এ এম মাহবুব উদ্দিন খোকন, শাহ মো. খসরুজ্জামান, মো. নজরুল ইসলাম খান, 
মো. আবদুল মতিন, মো. মহসীন মিয়া, এ এস এম বদরুল আনোয়ার, এ টি এম ফয়েজ উদ্দিন, কাজী এনায়েত হোসেন, মো. মাইনুল আহসান ও মো. শফিকুল ইসলাম। 

এই কমিটির মূল দায়িত্ব হবে আইনজীবীদের সনদ প্রদান, রেজিস্ট্রেশন, বার কাউন্সিলের অভ্যন্তরীণ কার্যক্রম তদারকি এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখা।

উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিল আইন পেশায় নিয়োজিতদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সাধারণত নির্বাচনের মাধ্যমে এর সদস্যরা নির্বাচিত হন। তবে বিশেষ পরিস্থিতিতে সরকার অ্যাডহক কমিটি গঠন করতে পারে।

এআইএম/এইউ