জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ মে ২০২৫, ১১:৫০ এএম
বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে ‘আজীবন সম্মাননা ফেলোশিপ’ লাভ করায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে সংবর্ধনা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আইন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বুধবার (২৮ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সমিতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মাননা শুধু তার নয়, বরং বাংলাদেশের বিচার বিভাগের জন্যই একটি বড় অর্জন।
প্রধান বিচারপতি তার বক্তব্যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে ঘোষিত নিজের রোডম্যাপের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যকারিতা বিচার বিভাগের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় তিনি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সঞ্চালনায় ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন।
সমাপনী বক্তব্যে ব্যারিস্টার খোকন বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রধান বিচারপতির যেকোনো পদক্ষেপে আইনজীবী সমিতি তার পাশে থাকবে।’
অনুষ্ঠানের শেষাংশে প্রধান বিচারপতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী, রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এআইএম/এএস