images

আইন-আদালত

সত্য জয়ী হয়েছে: ডা. সৈয়দ তাহের

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ মে ২০২৫, ১১:১৩ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে খালাস পেয়েছেন। রায়ের প্রতিক্রিয়ায় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের বলেছেন, ‘সত্যের জয়’ হয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহর বাণী মিথ্যা হতে পারে না। সত্যের ওপর জুলুম করে কেউ টিকতে পারে না। আজ সেটিই প্রমাণ হলো।

তিনি বলেন, যারা ষড়যন্ত্র করেছে, যারা অন্যায় করেছে, তাদের মুখ আজ উন্মোচিত। ওরা আমাদের নেতাদের ওপর অবিচার করেছে, জুলুম করেছে, এমনকি ফাঁসির সাজাও দিয়েছে। আমরা বারবার বলেছি, এসব রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আজকের রায়ে আমাদের বক্তব্যের সত্যতা ফুটে উঠেছে।

ডা. তাহের বলেন, আজহার ভাইয়ের বিরুদ্ধে বহু মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু দেশের মানুষ সচেতন ছিল। তারা জানতো, তিনি নির্দোষ। দেশের মানুষ সত্য ও ন্যায়ের পক্ষে ছিল, আছে।

তিনি আইনজীবী দল, দলের কর্মী এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই মামলা পরিচালনায় যারা ছিলেন, তারা আইনের পথেই লড়েছেন। অবশেষে আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।

ডা. তাহের আরও বলেন, আমরা বিশ্বাস করি, যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা হয়েছে, তাদের ক্ষেত্রেও একে একে সত্য উদ্ভাসিত হবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় ঘোষণা করেন।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরে তিনি আপিল করেন। দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট এই রায়ে তাকে খালাস দেন।

এআইএম/এইউ