images

আইন-আদালত

দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০২৫, ০৪:১৭ পিএম

মিথ্যা অভিযোগে মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে করা মামলা পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (২৫ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্য আসামিরা হলেন— দুদকের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।

এর আগে, গত ১৮ মে মামলার আবেদন করেন হারুন অর রশিদ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রোববার (২৫ মে) ধার্য করেন। এদিন শুনানি শেষে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মামলার আবেদনে বলা হয়েছে, আসামিরাসহ অচেনা ব্যক্তিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার আগে মিথ্যা অভিযোগে যে পরিকল্পনা, বৈঠক ও ষড়যন্ত্র করেছেন, তা বাংলাদেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ।

মামলায় হারুন অর রশিদ দাবি করেছেন, জালিয়াতির আশ্রয় নিয়ে দুদকের তৎকালীন সচিব মোখলেছ উর রহমানসহ অন্যরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা করেছিলেন। এই তথ্য তিনি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানাতে পারেন।

মামলার আইনজীবী মো. হোসেন আলী খান হাসান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেওয়া হয়, যা আইনের পরিপন্থী।

উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হয় ২০১৮ সালে। সে বছর ৮ ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। কোভিড মহামারী শুরু হলে ২০২০ সালের ২৫ মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল খালেদা জিয়াকে। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছিল।

গত ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছেন। এ দুটি মামলা ছাড়াও বিগত আওয়ামী লীগ সরকার ও এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশ কয়েকটি দুর্নীতির মামলা করা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল সে সময়।

এমএইচটি