নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৫, ০৭:০৪ পিএম
আলোচিত-সমালোচিত পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফতের নামে থাকা ফ্ল্যাট এবং জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
নাফিজ সরাফতের নামে থাকা ছয়টি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের অর্ধেক, একটি ২০ তলা ভবনসহ দুটি বাড়ি, চারটি প্লট, চারটি নাল ও চালা জমি, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে থাকা পাঁচটি ফ্লাট এবং তিনটি উঁচু নাল ও চালা জমি, এবং তার ছেলে সাফওয়ানের নামে থাকা সাতটি ফ্ল্যাট- এসব সম্পত্তি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে অবস্থিত।
দুদকের আবেদনে বলা হয় , চৌধুরী নাফিজ সরাফত ও অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা ও নিজেদের মাধ্যমে একে অপরের যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ মানিলন্ডারিংয়ের অভিযোগটি অনুসন্ধানাধীন।
নাফিজ সরাফত, তার স্ত্রী ও তার পুত্রের নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে এবং তারা পলাতক রয়েছেন। এসব সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছেন। অনুসন্ধানের স্বার্থে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নিম্নোক্ত স্থাবর সম্পত্তি অবিলম্বে জব্দ করা আবশ্যক।
এর আগে ২২ জানুয়ারি নাফিজ সরাফতের আরব আমিরাতের দ্য সিগনিসার ভবনে তিন রুমের একটি ও দামাক হিল ভবনের পাঁচ রুমের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত।
এরপর গত ৭ জানুয়ারি চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ১৮টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেওয়া হয়।
এএইচ