নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৫, ১২:১৯ পিএম
ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে। সোমবার (১৯ মে) দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন।
বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন—আগামী দুই সপ্তাহের মধ্যে জামিন সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ আপাতত জামিনে মুক্তি মিলছে না এই ৬১ জনের।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।
এর আগে, গত ২৯ এপ্রিল জামিন স্থগিত করে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে আপিল বিভাগে পাঠানো হয়েছিল। চেম্বার বিচারপতি মো. রেজাউল হক জামিন স্থগিত রাখেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য তোলার নির্দেশ দেন।
মামলার সূত্রপাত গত ২২ এপ্রিল। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় ওইদিন হাইকোর্ট ৬১ জন আইনজীবীকে জামিন দেন। কিন্তু পরে এই জামিন নিয়ে আপত্তি ওঠে, যা গড়ায় উচ্চ আদালতে।
মামলার অভিযোগে বলা হয়—আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির কিছু সদস্যের ওপর হামলা চালান। চেম্বার ভাঙচুরের পাশাপাশি হত্যাচেষ্টারও অভিযোগ তোলা হয়। এরপর ওই ১৪৪ জনের বিরুদ্ধে মামলার পর ১১৫ জন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন।
জামিনের মেয়াদ শেষে গত ৬ এপ্রিল ঢাকার মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করেন ৮৩ জন আইনজীবী। আদালত শুনানি নিয়ে সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ জন নারী আইনজীবীকে জামিন দেন। তিনজন আদালত থেকে পলায়ন করেন বলে জানা যায়।
বাকি ৬১ জনকে কারাগারে পাঠানো হয়। এখন আপিল বিভাগের আদেশে তাদের জামিন স্থগিতই থাকছে। ফলে আপাতত তাদের মুক্তি পাওয়ার সুযোগ নেই।
এইউ