জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ মে ২০২৫, ০৮:২৮ এএম
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের স্মরণে দোয়া ও আলোচনা সভা হবে আজ বিকেলে।
সোমবার (১৯ মে) বিকাল ৪টায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকার।
দেশ বরেণ্য আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গত ৪ মে রাজধানী ঢাকার ইবনে সিনা মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
এআইএম/এএস