images

আইন-আদালত

আদালতের হুড়োহুড়িতে জুতা খোয়ালেন মমতাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ মে ২০২৫, ০৭:৫৪ পিএম

আদালতে তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্য দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পায়ে থাকা জুতা হারালেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজকে আদালতে আনা হয়। এসময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মমতাজ বেগমের আসার খবরে আদালত প্রাঙ্গণে সৃষ্টি হয় তুমুল উত্তেজনা।

কঠোর নিরাপত্তা দিয়েও ধাক্কাধাক্কি আর আইনজীবীদের রোষানল এড়ানো যায়নি। বিকেল সাড়ে ৩টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত মিরপুর থানার মো. সাগর হত্যা মামলায় মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ফের আদালত জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।

কড়া নিরাপত্তা দিয়ে পুলিশ সদস্যরা মমতাজ বেগমকে নিয়ে যাবার সময় আইনজীবীদের ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে পড়েন। এসময় মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে হাজতখানায় নেওয়া হয়। মমতাজ পুরোটা সময় জুড়ে মাথা নিচু করে হাঁটছিলেন। তবে একপ্রকার দৌঁড়ে নিয়ে যাওয়ার সময় জুতা খুলে যায় মমতাজের। হাজতখানায় নিয়ে যাওয়ার পর হাজতখানার গেটের সামনে তার জুতা জোড়া পড়ে থাকতে দেখা যায়। পড়ে থাকা জুতা জোড়ার সাথে মমতাজ বেগমের গ্রেফতারের পরে ডিবি অফিসে তোলা ছবিতে পায়ে থাকা জুতার সাথে মিল পাওয়া যায়।

এদিকে জুতা হারানোর বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, আসামিকে হাজতখানা থেকে পাঠানো হয়েছে। তার পায়ে জুতা ছিল কিনা তা খেয়াল করিনি। হুড়োহুড়ির ভিতর জুতা হারানোর বিষয়টি আমার জানা নেই।

এরআগে গত সোমবার রাত পৌনে ১২ টায় রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়।

এআইএম/এফএ