images

আইন-আদালত

আ.লীগের সাবেক মেয়র আইভী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

০৯ মে ২০২৫, ০৩:১৮ পিএম

পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালত এই আদেশ দেন। 

আরও পড়ুন: নানান নাটকীয়তার পর নারায়ণগঞ্জে আইভি গ্রেফতার

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি বলেন, ‘পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয় আইভীকে। তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ। জামিনও চাওয়া হয়নি। আদালত মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’  

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আইভী’র বাসভবনে পুলিশের অভিযান

এর আগে গণঅভ্যুত্থান চলাকালীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় আইভীকে। শুক্রবার ভোর পৌনে ৬টায় তাকে তার বাড়ি থেকে হেফাজতে নেয় পুলিশ।

এএইচ