images

আইন-আদালত

১৯ দিন পর কারামুক্ত মডেল মেঘনা আলম

ঢাকা মেইল ডেস্ক

৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৯ এএম

আলোচিত মডেল মেঘনা আলম প্রতারণা ও চাঁদাবাজি মামলায় গ্রেফতারের পর দীর্ঘ ১৯ দিন কারাভোগের পর অবশেষে মুক্তি লাভ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ আদালতে শুনানি শেষে মেঘনা আলমের জামিন মঞ্জুর করেন। আদালত নারী বিবেচনায় এই আদেশ দেন।

এর আগে, গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মেঘনা আলমকে আটক করে পুলিশ। আটকের পূর্বে তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন যে ‘পুলিশ পরিচয়ধারীরা’ তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আটকের সঙ্গে সঙ্গেই তার লাইভটি বন্ধ হয়ে যায়। পরদিন, বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির চেষ্টার অভিযোগে তাকে ধানমন্ডি থানার একটি প্রতারণা মামলায় গত ১৭ এপ্রিল গ্রেফতার দেখানো হয়। জানা গেছে, বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছে। এই মামলায় মেঘনা আলমের সহযোগী দেওয়ান সমির বর্তমানে রিমান্ড শেষে কারাগারে আছেন।

মডেল মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন এবং তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান।

/এএস