images

আইন-আদালত

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় নতুন ভিডিও পেয়েছে তদন্ত সংস্থা

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৫, ০২:০১ পিএম

সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নিহতদের মরদেহ ভ্যানে স্তূপ করে আগুন দেওয়ার ঘটনার নতুন একটি ভিডিও পেয়েছে তদন্ত সংস্থা।

সোমবার (২৮ এপ্রিল) তদন্তকারীরা জানান, ভিডিওটি যাচাই-বাছাই শেষে আগামী ২৫ মে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি সোমবার সাংবাদিকদের বলেন, নতুন ভিডিওটি পাওয়া গেছে এবং তা তদন্তে কাজে লাগানো হবে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন আশুলিয়া বাইপাইল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ হয়। ওই ঘটনায় কয়েকজন নিহত হন। সেপ্টেম্বর মাসে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পুলিশ ভেস্ট ও হেলমেট পরিহিত এক ব্যক্তি আরেক জনের সাহায্যে একটি ভ্যানে একজন যুবকের মরদেহ তুলছেন।

এইউ