images

আইন-আদালত

বিদেশ সফরে প্রধান বিচারপতি, দায়িত্বে জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম

তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তার অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি সাংবাদিকদের জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, প্রধান বিচারপতি দুটি আন্তর্জাতিক আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন। প্রথমে তিনি তুরস্কের ইস্তাম্বুলে এক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশ নেবেন। এরপর তিনি ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আরেকটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন।

এই সফরকালে বিচার বিভাগের কাজ সঠিকভাবে পরিচালনা ও অব্যাহত রাখার লক্ষ্যে প্রধান বিচারপতির দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

এআইএম/এইউ