images

আইন-আদালত

গ্রীষ্মকালে আইনজীবীদের পোশাকে শিথিলতা আনতে পরামর্শ অ্যাটর্নি জেনারেলের

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম

images

গ্রীষ্মকালের তীব্র গরমে আইনজীবীদের পোশাকের নিয়ম শিথিল করতে আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সোমবার (১৭ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি এই প্রচন্ড গরমে আইনজীবীদের কালো কোট ও গাউন বাদ দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, শুধু সাদা শার্ট প্যান্ট টাই ব্যবহার করে আইনজীবীরা কোর্টে মামলা পরিচালনা করবেন। কারণ এই প্রচন্ড গরমে কালো কোট ও গাউন পড়লে আরও বেশি গরম লাগবে।

আইনজীবীরা বলেন, সিভিল রুলস অ্যান্ড অর্ডারস, ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারস, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রুলস, ১৯৭৩ এবং আপিল বিভাগের রুলস, ১৯৮৮-তে শীত ও গ্রীষ্মকালে আইনজীবীদের একই ধরনের পোশাক পরিধানের বিধান রয়েছে। বিধান অনুযায়ী, উচ্চ আদালতের আইনজীবীদের ক্ষেত্রে সাদা পোশাকের ওপর কালো কোট ও গাউনের পাশাপাশি সাদা কলার ব্যান্ড পরিধান বাধ্যতামূলক।

তবে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন কোনো আইনজীবী সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন করে নিজেই শুনানি করলে তার ক্ষেত্রে গাউন, কলার ব্যান্ড পড়ার বাধ্যবাধকতা নেই। অন্যদিকে অধস্তন আদালতে শুনানিকালে আইনজীবীরা সাদা পোশাকের ওপর শুধু কালো কোট, কালো টাই ও গাউন পরিধান করবেন।

জানা যায়, কালো কোট ও গাউন পরিধানের বিষয়টি মূলত ব্রিটিশ ভাবধারা ও আবহাওয়া বিবেচনায় নির্ধারণ করা হয়েছিল। তবে বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশনায় বিভিন্ন সময়ে এ ড্রেস কোডের পরিবর্তনও দেখা গেছে। ২০২০ সালের মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রমণের জেরে বিভিন্ন সময় আইনজীবীদের ড্রেস কোডের পরিবর্তন আসে। ২০২১ সালের ৩১ মার্চ ও ২০২২ সালের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের পৃথক বিজ্ঞপ্তিতে আইনজীবীদের কালো কোট ও গাউনের বিষয়টি শিথিল করা হয়।

এআইএম/এফএ