images

ককপিট

বেবিচক কার্যালয়ের সামনে কর্মীদের বিক্ষোভ চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ মার্চ ২০২৫, ১২:১০ পিএম

images

হযরত শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স (বিএএসএফ) বাতিলের দাবি জানিয়ে সোমবার সকাল থেকে বেবিচক কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মীরা।

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচির খবর নিশ্চিত করেছে বেবিচকের একাধিক সূত্র। তবে, বেবিচক চেয়ারম্যান মনজুর কবীর ভুঁইয়াকে ফোনে পাওয়া যায়নি।

বেবিচক সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে নিরাপত্তার কাজে নিয়োজিত এপিবিএন ও আনসার সদস্যরা দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা কাজ পরিচালনা করতে শুরু করে বাংলাদেশ এয়ারফোর্সের সদস্যরা। 

এর আগে, এই কাজের জন্য বেবিচকের এভসেক (এভিয়েশন সিকিউরিটি) ফোর্সও ছিল। বর্তমানে, এভসেক ফোর্সের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারফোর্সের সদস্যরা কাজ করছেন, যা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের ঘোষণা দেওয়া হলে, বেবিচক কর্মীরা রোববার রাত থেকেই বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। আজ, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে তারা বেবিচক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং মুহূর্তের মধ্যে কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার দাবি জানান।

আন্দোলনকারী কর্মীরা অভিযোগ করেছেন, বিমানবন্দরকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা তারা জানতেন না। তাদের মতে, এভসেক ফোর্সকে নিষ্ক্রিয় করার জন্যই এই ষড়যন্ত্র।

এদিকে, বিক্ষোভের আগে, কর্মীরা বেবিচক মসজিদের সামনে থেকে মিছিল শুরু করেন এবং কিছু সময়ের জন্য বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা বেবিচক কার্যালয়ের সামনে এসে স্লোগান দিতে থাকে, ‘দখলদার হটাও, সিভিল এভিয়েশন বাঁচাও।’ বিক্ষোভে বেবিচকের কয়েক শতাধিক কর্মী অংশগ্রহণ করেছেন, যাদের অনেকের হাতে প্লাকার্ড দেখা গেছে।

এমআইকে/এইউ