images

আইন-আদালত

বেক্সিমকোর ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রমে বাধা নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ মার্চ ২০২৫, ০৫:৫২ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আদেশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) এ বিষয়ে শুনানি করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা পৃথক তিনটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) নিষ্পত্তি করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

ফলে বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালকদের কার্যক্রম পরিচালনায় বাধা নেই বলে জানিয়েছেন বিএসইসির আইনজীবী।

বুধবার আদালতের আদেশের বিষয়টি আইনজীবীরা নিশ্চিত করেছেন।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত বছরের ৩১ ডিসেম্বর বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়।

বিএসইসির ওই নিয়োগ আদেশের বৈধতা নিয়ে তিন কোম্পানির পক্ষে পৃথক তিনটি রিট করা হয়। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রুল জারির পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আদেশের কার্যক্রম স্থগিত করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে বিএসইসি পৃথক তিনটি লিভ টু আপিল করেন।

আদালতে বিএসইসির পক্ষে সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান শুনানি করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও কামাল উল আলম।

এআইএম/এমআর