images

আইন-আদালত

সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ জুন ২০২২, ০৩:২৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৮ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব ওই নোটিশ পাঠান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদেরও এই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে। সেই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে অসংখ্য মানুষ আহত হয়েছেন।

এআইএম/আইএইচ