জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম
জুলাই-আগস্ট গণহত্যার হত্যার অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে তাকে হাজির করা হয়।
এর আগে সকাল ১১টার দিকে আইনজীবীরা জানিয়েছিলেন, অসুস্থতার জন্য আজ ট্রাব্যুনালে উপস্থিত হচ্ছেন আতিকুল ইসলাম।
এদিন আতিকুল ছাড়াও আওয়ামী লীগের পাঁচ নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।
এর আগে, ১১ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তাদের ১৭ ফেব্রুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিভিন্ন মামলায় তারা বর্তমানে কারাগারে আছেন।
এআইএম/ইএ