images

আইন-আদালত

আবরার ফাহাদ হত্যা: ফাঁসির আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪ পিএম

অবশেষে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে।
 
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আলোচিত এ মামলার শুনানি চলছে।

২০২১ সালের ৮ ডিসেম্বর এই মামলার রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

আবরার ফাহাদ হত্যা, কী ঘটেছিল পাঁচ বছর আগে?

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে।

এআইএম/ইএ