images

আইন-আদালত

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের পরবর্তী শুনানি আগামী ২১ জানুয়ারি (মঙ্গলবার) নির্ধারণ করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করা হয়।

এর আগে গত ৩ ডিসেম্বর প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে জামায়াতের আইনজীবীরা দাবি করেছিলেন, তাদের দলটির নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।

অন্যদিকে, গত ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিরুদ্ধে করা আপিল পুনরুজ্জীবিত করে। এর মাধ্যমে জামায়াতের দলীয় নিবন্ধন এবং প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার জন্য আইনি লড়াইয়ের পথ খুলে যায়।

২০১৩ সালের ১ আগস্ট, এক রিট আবেদনের পর হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয়। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল।

এইউ