জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ এএম
রাজধানীর যাত্রাবাড়ী, হাতিরঝিল, মিরপুর ও উত্তরা পশ্চিম থানায় করা একাধিক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বাণ্যিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ছয়জনকে।
সোমবার সকালে এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
গ্রেফতার দেখানো বাকি দুই আসামি হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক এমপি এবিএম ফজলে করীম চৌধুরী।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের প্রভাবশালী এসব ব্যক্তিরা গ্রেফতার হন। ইতোমধ্যে একাধিক মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়েছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর রাজধানীর বিভিন্ন থানার বৈষম্যবিরোধী আন্দোলনের পৃথক ৪ মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয় সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকসহ ৮ জনকে।
অন্যরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক এমপি মো. সাদেক খান।
এআইএম /ইএ