images

আইন-আদালত

মাহবুব আলী ও শমী কায়সারের জামিন আটকাতে রাষ্ট্রপক্ষের আপিল

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মাহবুব আলী এবং অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনটি জমা দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের জামিন মঞ্জুর করেন আদালত। একই দিন, আওয়ামী লীগের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীও দুটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। 

এর আগে, ২২ অক্টোবর হবিগঞ্জে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মাহবুব আলীকে জামিন দেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম। বর্তমানে, রাজধানীর নিউমার্কেট এলাকায় হত্যা এবং ভাঙচুরের অভিযোগে তিনটি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সাবেক সংসদ সদস্য মাহবুব আলী।

এআইএম/এইউ