images

আইন-আদালত

নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে অগ্রগতির পথে নিয়ে যাব: প্রধান বিচারপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে অগ্রগতির পথে নিয়ে যাব।

তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমাদের জুলাই বিপ্লবের শহীদেরা তাদের জীবন আত্মাহুতি দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে, বিভেদের দেয়ালগুলোকে সম্প্রীতির বন্ধনে রূপান্তরিত করার মধ্যেই মানবজাতির মুক্তির পথ নিহিত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাব এবং আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সুপ্রিম কোর্ট বারকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে দেশবাসীর কাছে তুলে ধরব।

আরও পড়ুন

পরিচয়ের প্রশ্নে আমরা বাংলাদেশি, এক পরিবারের সদস্য: ড. ইউনূস

তিনি আরও বলেন, বিগত শতাব্দীর বিভিন্ন সাম্প্রদায়িক সংঘাত আমাদের শিখিয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান জাতীয় অগ্রগতির অন্যতম মূল ভিত্তি। তাই সবার প্রতি আমার আহ্বান থাকবে, পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির মাধ্যমে জুলাই বিপ্লবোত্তর এই নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে আমরা অগ্রগতির পথে নিয়ে যাব। 

বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ধর্মীয় আলোচক স্বামী স্থিরাত্মানন্দজী, অ্যাডভোকেট সব্যসাচী মন্ডল। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

এআইএম/এমএইচএম