জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম
শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ২৩ বিচারপতি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এ সৌজন্য সাক্ষাত করেন তারা।
এদিন বেলা পৌনে ২টার দিকে বঙ্গভবনে যান নবনিযুক্ত ২৩ বিচারপতি। এরপর সাক্ষাৎ শেষে বেলা ৪টার দিকে তারা সুপ্রিম কোর্টে ফিরে আসেন। এসময় তাদের সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার।
সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
নিয়োগ পাওয়া নতুন ২৩ বিচারপতি হলেন— বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি শফিউল আলম মাহমুদ, বিচারপতি হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি সগীর হোসেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
এর আগে, গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি তাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ৯ অক্টোবর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
এআইএম/এমএইচটি